বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:২৯
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জনাব মাওলানা হায়দার আলী কুম্মি সাহেব

হাওজা / পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বকচরা শিয়া ইসনা আশারি কবরস্থানে কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে কুরআনখানি, ফাতেহাখানি ও জিকিরে শোহদা অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, বুধবার (আরবি ১৩ই শাবান ১৪৪৬ হিজরি), পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বকচরা শিয়া ইসনা আশারি কবরস্থানে কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে কুরআনখানি, ফাতেহাখানি ও জিকিরে শোহদা অনুষ্ঠিত হয়, যা উত্তর ২৪ পরগনার মধ্যে প্রথম উদ্যোগ হিসেবে আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়।

পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারি মাওলানা গোলাম রসুল সাহেব এবং মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জনাব মাওলানা হায়দার আলী কুম্মি সাহেব।

মজলিস দুপুর ১:০০ টায় শুরু হয়ে বিকেল ৩:১৫ মিনিটে সমাপ্ত হয়। আলহামদুলিল্লাহ, মোমিন ও মোমেনাত সহ ৩০০-র বেশি মানুষ এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে তাবারুকের ব্যবস্থা করা হয়।

আয়োজক: বকচরা পুরাতন ইমামবারগাহ কমিটি

যুব কমিটি

স্থানীয় গ্রামবাসী

বিশেষ কৃতজ্ঞতা: কারি মাওলানা গোলাম রসুল সাহেব

আপনার কমেন্ট

You are replying to: .
captcha